ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

৬ বলে ৪ উইকেট তুলে নিলেন নাথান লায়ন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৬ ১৯:০৫:৪০
৬ বলে ৪ উইকেট তুলে নিলেন নাথান লায়ন

একটুর জন্য হ্যাট্রিক করতে না পারলেও অস্ট্রেলিয় নাথান লায়ন ৬ বল করে তুলে নিয়েছেন ৪ উইকেট। তবে দুর্ভাগ্য হ্যাট্রিক হয়নি তার।

পাকিস্তানের ৫৭ রানে ১ উইকেট গেলেও সেই ৫৭ রানেই তারা হারিয়েছে আরো চার উইকেট। ৬ বলের মধ্যে পাকিস্তানের টপ-মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন নাথান লায়ন।

লায়ন ইনিংসের ২০তম ওভারের শেষ দুই বলে আজহার আলী ও হারিস সোহেলকে আউট করেছেন। নিজের পরের ওভারের প্রথম বলটায় উইকেট পাননি। পেলেই হ্যাটট্রিকটা হয়ে যেত। তবে উইকেট পেলেন ঠিক এর পরের বলে। এবার শিকারের নাম আসাদ শফিক। এক বল বিরতিতে আবার লায়নের উইকেট। আগের তিনজনকে ক্যাচ বানালেন এবার বাবর আজমকে করে দিলেন বোল্ড। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই ১০ বলের মধ্যে তিন থেকে ৬ নম্বর ব্যাটসম্যানকে হারিয়ে ফেলল পাকিস্তান। এর মধ্যে হারিস, আসাদ ও বাবর ফিরেছেন শূন্য রানে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান ৪৬ ওভারে। ফখর জামান ৭৩ রান ১৫৪ বলে এবং সারফরাজ আহমেদ ৬৩ বলে ৫৯ রান করেছেন।

পাকিস্তান একাদশঃ ফখর জামান, মোহাম্মদ হাফিজ, আজহার আলী, হরিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বিলাল আসিফ, ইয়াসির শাহ, মীর হামজা ও মো. আব্বাস।

অস্ট্রেলিয়া একাদশঃ উসমান খাজা, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, মারনুস লাবুসচেন, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), পিটার সিডল, মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জন হল্যান্ড।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ