ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

তিন ব্যাটসম্যানের শূন্য রানে বিদায়ে ৫৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে ধুকছে পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৬ ১৭:১৭:২৮
তিন ব্যাটসম্যানের শূন্য রানে বিদায়ে ৫৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে ধুকছে পাকিস্তান

এরপর আজগার আলীকে নিয়ে ছোট পার্টনারশিপ গড়েন অভিষেক ম্যাচে খেলতে নামা ওপেনার ফখর জামান। কিন্তু একটু পরেও আজহার আলী বিদায় নিলের লায়নের ঘূর্নিতে কোন রান না করেই বিদায় নেন হ্যারিস সোহেল, সফিক এবং বাবর আজম। ফলে ৫৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে ধুকতে থাকে পাকিস্তান।

তবে উইকেটের আসা যাওয়ার মিছিলেও নিজের মতো খেলতে থাকেন ফখর জামান। তার অপরাজিত ৪৯ রানের উপর ভর করেই ৫ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে গেছে সরফরাজরা।

পাকিস্তান একাদশঃ ফখর জামান, মোহাম্মদ হাফিজ, আজহার আলী, হরিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বিলাল আসিফ, ইয়াসির শাহ, মীর হামজা ও মো. আব্বাস।

অস্ট্রেলিয়া একাদশঃ উসমান খাজা, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, মারনুস লাবুসচেন, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), পিটার সিডল, মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জন হল্যান্ড।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ