ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আবারও স্বরূপে ফিরছেন এই ড্যাশিং ওপেনার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৬ ১৭:০১:১৭
আবারও স্বরূপে ফিরছেন এই ড্যাশিং ওপেনার

এদিকে বারবার সৌম্য সরকারকে জাতীয় দলে নির্বাচকরা জায়গা দিলে ও সবাইকে হতাশ করেছেন সৌম্য। এদিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সৌম্য জায়গা না পাওয়ায় বেশ সমালোচনা হয়েছে। তাছাড়া তাকে আফগান প্রিমিয়ার লিগে এপিএল খেলারও ছাড়পত্র দেয়নি বিসিবি।

এ বিষয়ে বিসিবির নির্বাচকেরা বলেছেন সৌম্য যাতে বেশি সময় ব্যাটিং অনুশীলন করতে পারে সেজন্য তাকে ঘরোয়া চার দিনের ম্যাচ খেলতে বলা হয়েছে। এদিকে জাতীয় দলের শুরুটা দারুণ করেছেন সৌম্য সরকার। তাছাড়া জাতীয় লিগের প্রথম রাউন্ডে সেঞ্চুরি করেছিলেন তিনি। তার আগে একদিনের নোটিশে এশিয়া কাপ খেলতে গিয়ে ফাইনালে খেলেছিলেন কার্যকর এক ইনিংস।

এদিকে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে খুলনার এ টপঅর্ডার ব্যাটসম্যান খেলেছেন ১৪১ বলে ৭৬ রানের ধৈর্যশীল ইনিংস। এসবই বলে দিচ্ছে খারাপ সময় কাটিয়ে আবারও স্বরূপে ফিরছেন এই ড্যাশিং ওপেনার। গতকাল সোমবার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে সৌম্য ও এনামুল হক বিজয়ের ৫৬ অর্ধশতকে প্রথম দিন শেষে খুলনা ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৭২ রান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ