ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

উইকেটরক্ষক হওয়ার মজার গল্প শোনালেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৬ ১৪:০৬:২৮
উইকেটরক্ষক হওয়ার মজার গল্প শোনালেন মুশফিক

কিশোর আলো’র জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের সাক্ষাৎকার নিয়েছে দেশের শীর্ষস্থানীয় এক পত্রিকা। সেই সাক্ষাৎকারে উইকেটকিপার হওয়ার গল্প শোনালেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন ছোট ছিলাম, পাড়ায় পাড়ায় খেলতে যেতাম। একবার এমন একটা খেলায় খেলতে গিয়ে জানলাম, আমাদের নিয়মিত উইকেটকিপার চোটে পড়ায় খেলতে পারবে না। তার জায়গায় কে উইকেটকিপিং করবে, এটা নিয়ে যখন সবাই চিন্তায়, তখন আমি এগিয়ে এলাম। ভাবলাম করে দেখি। সেদিন দুটো ক্যাচ নিয়েছিলাম। ওখান থেকে উইকেটকিপিংয়ের শুরু। সেদিন উইকেটকিপিং করে খুব মজা পেলাম।’

এছাড়া তিনি আরও বলেন, ‘ছোটবেলায় আমার চেয়ে আমার ব্যাট বড় ছিল! উইকেটকিপিংটা করতে পারতাম বলে আমাকে দলে নেওয়া হতো। আর বিকেএসপিতে ভর্তি হওয়ার পর গুরুত্বের সঙ্গে উইকেটকিপিং শুরু করি। উইকেটকিপার ব্যাটসম্যান হলে দলে অলরাউন্ডারের ভূমিকা পালন করা যায়। দলে তাতে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এসব ভেবে উইকেটকিপার ব্যাটসম্যান হওয়া।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ