ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

দলের ব্যাক আপ বোলারের তালিকায় আছেন যে ৫জন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৬ ১১:৫২:৩১
দলের ব্যাক আপ বোলারের তালিকায় আছেন যে ৫জন

শরিফুল ইসলাম : বর্তমানে এ দলের হয়ে দারুন খেলতে থাকা অনুর্ধ১৯ দলের তরুণ সম্ভাবনাময় পেসার শরিফুল ইসলাম। লিস্ট এ ক্রিকেটে অসাধারন খেলছেন রাজশাহীর ক্রিকেটার শরিফুল। বাংলাদেশ এ দলের অায়ারল্যান্ড সফর সহ দেশের মাঠে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে সিরিজেও ছিলেন শরিফুল।

রিশাদ হোসেন : গত বছর রবি স্পিনার হান্টে সারা দেশের মধ্যে ২য় স্থান অধিকারী করা রিশাদ একজন জেনুইন লেগ স্পিনার। লেগ স্পিনার নিয়ে এদেশের হাহাকারের অবস্থা ঘুচাতেই হটাৎ লেগ স্পিন দিয়েই সবার মাঝে নিজেকে সরুপে তুলে ধরেছেন তরুণ রিশাদ। সদ্য সমাপ্ত অনুর্ধ১৯ এশিয়া কাপ খেলা রিশাদ দারুন করছেন লেগ স্পিনে।

আফিফ হোসেন : মূলত অলরাউন্ডার বিশেষ করে স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন প্রথম জাদু দেখান ২০১৬ বিপিএলের গ্রুপ পর্বের শেষদিকে রাজশাহী কিংসের জার্সিতে। শেষ চারে উঠতে চিটাগং ভাইকিংসের সাথে বাচা মরার লড়াইয়ে রাজশাহী ম্যানেজমেন্টের বাজি ছিল এই সেই অাফিফ যে প্রথম কোনো বড় টুর্ণামেন্টে নেমেই ক্রিস গেইলের উইকেট সহ মোট ৫টি উইকেট নিয়ে চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যানদের কোমর ভেঙ্গে দেন। রাজশাহীর হয়ে শেষ ৪ এ আসতে গূরত্বপূর্ন ভূমিকা পালন করেন তিনি ।

মো সাইফুদ্দিন : এই সাইফুদ্দিনকে নিয়ে বড় অাসা পেস অলরাউন্ডার বা সিমিং অলরাউন্ডার যেটাই বলি দুটোই একি। সাইফুদ্দিন যথেষ্ট ট্যালেন্ট পেস বোলার এবং শেষদিকে বিগ শর্টে ব্যাটও চালাতে পারেন। গত বছর দক্ষিণ আফ্রিকার সাথে টি২০ সিরিজে মিলার, ভিলিয়ার্সদের কাছে উড়ে গেলেও বিপিএলে ভাল পারফম করে জানুয়ারির ত্রিদেশীয় সিরিজে দলে জায়গা পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে অাবারো স্লগ ওভারে উড়ে যান সাইফুদ্দিন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ