ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সুযোগ পেয়েও বাদ পরার লিস্ট এ আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৬ ০০:১১:৩২
সুযোগ পেয়েও বাদ পরার লিস্ট এ আশরাফুল

আশরাফুলের দল ঢাকা মেট্রো খেলছে এনসিএলের দ্বিতীয় স্তরে। যেখানে প্রথম ম্যাচে সিলেটকে দাপটের সঙ্গে ইনিংস ব্যবধানে (ইনিংস ও ৪১ রানে) হারিয়েছিল ঢাকা মেট্রো। ১ ইনিংসে ব্যাট করার সুযোগ পাওয়া আশরাফুল করেছিলেন ১০৮ বলে ৫৩ রান। ১ম ইনিংসে ১৮ ওভার বল করে ফিরিয়েছিলেন দুই ওপেনারকে।

দ্বিতীয় ম্যাচে আশরাফুলরা মুখোমুখি হয়েছিল ঢাকা বিভাগের। সেখানে বল হাতে নিয়ে আশরাফুল ঢাকা বিভাগের প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন ২ উইকেট। পরে ব্যাট হাতে নিয়ে টানা দুই ফিফটি করার সম্ভাবনা জাগিয়েও হতাশ হয়ে ফেরেন ব্যক্তিগত ৪৯ রানে। ৪৯ রান করতে আশরাফুল খেলেছিলেন ১৩৮ বল।

এনসিএলে ওরকম দাপুটে ব্যাটিং দেখা যায়নি আশরাফুলের কাছ থেকে। ১৪৯* প্রথম শ্রেণির ম্যাচ খেলা আশরাফুল তৃতীয় রাউন্ডের প্রথম ইনিংসে ফিরেছেন শূন্য হাতে। ২০ বল খেলেও রানের খাতা না খুলতে পারা শিকার হয়েছেন দুর্ভাগ্যের। মুমিনুল হকের থ্রোতে রান আউট হন তিনি।

প্রসঙ্গত, বগুড়াতে দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ। টসে হেরে আগে ব্যাট করছে ঢাকা মেট্রো। শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকা মেট্রোর। ১০০ রান তুলতেই সাজঘরে ফিরেছেন চার ব্যাটসম্যান। সাদমান ইসলাম করেন ৩৬ রান, ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন শামসুর রহমান শুভ। আশরাফুলের মতো রানের খাতা না খুলতেই আউট হয়েছেন মেহরাব হোসেন জুনিয়র।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ