ধুমধাড়াক্কা ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে

ছিলনা মেজাজ ধরে রাখার ক্ষমতাও। তাই সফলতার চেয়ে ব্যর্থতাই ছিল তাঁর বেশি। বিভাগীয় পর্যায়ে বরিশালের হয়ে খেলতেন নিয়মিত। কিন্তু ব্যাট হাতে দলকে হতাশ করার পাশাপাশি হতাশ হতেন নিজেও। একটা সময় ভাবতে শুরু করে দিয়েছিলেন ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নেই।
এক পর্যায়ে পড়াশোনায় মন দিয়েছিলেন, ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন অন্য পথে। চাকরি করেছিলেন ফোন কোম্পানিতে। কিন্তু পারেননি মনকে বোঝাতে। শেষ বারের মতো খেলছেন, এমন মানসিকতা নিয়েই ফিরেছিলেন ২০১৪-১৫ জাতীয় লিগের আসরে।
পরিবর্তন এনেছেন মানসিকতায়, খেলছেন শূন্য মাথায়। সফলও হয়েছেন তিনি। ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটালেন সেবারই! জাতীয় লিগে ৫৩.৯০ গড়ে করলেন ৫৯৩ রান।
সেখান থেকেই দৃঢ় প্রত্যয়ী হলেন, মনের মাঝে খুঁটি স্থাপন করেলেন ক্রিকেটেই ক্যারিয়ার গড়ার। সেই থেকেই শুরু। এখন নিয়মিত রান করছেন ঘরোয়া ক্রিকেটে। ঘরের পর বাইরের মাটিতেও কিছুদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে 'এ' দলের সিরিজেও ব্যাট হাতে ছিলেন অসাধারণ।
নজর কেড়েছেন নির্বাচকদের, তাই আজ ক্রিকেট ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া রাব্বি প্রহর গুনছেন জাতীয় দলের হয়ে খেলার। সোমবার জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন স্কোয়াডে থাকা রাব্বি।
সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে জানিয়েছেন তাঁর জীবনের চড়াই-উৎরাইয়ের গল্প। বলেছেন চাপ মুক্তভাবে খেলার মানসিকতাই বদলে দিয়েছে তাঁকে।
'আসলে খেলতে খেলতে হয় না এমন যে আমি সামনেও যাচ্ছি না। আমার পড়াশোনাও শেষ হয়ে যাচ্ছে। আমি ওই চিন্তা করেছি, অন্য কোন পেশায় যাওয়া যায় কিনা। সেই সময় চিন্তা করেছিলাম খেলা ছাড়ার। কিন্তু কিছুদিন চাকরি করার পর আমি আমার মনকে সায় দিতে পারলাম না। আমার মনে হল, আমি খেলা ছাড়া থাকতে পারব না। তারপর আবার চলে আসলাম, আবার খেলায় মন দিলাম।
'ওই বছর আমি আমার বন্ধুদের বলেছিলাম, আমি খেলব না। এরপর একদম খোলা মনে যখন খেলতে গিয়েছিলাম, তখন আমার মনে কোন চাপ ছিল না। শেষ পর্যন্ত পারফর্ম ভাল হয়েছে। এরপর থেকেই আসলে পরিবর্তনটা শুরু, মানসিকতায় পরিবর্তন এসেছে।বুঝেছি চাপ ছাড়া খেললে ভাল খেলত পারব। এখন ওইরকম চিন্তাই করি না খেলা নিয়ে। আমি সেটাই করার চেষ্টা করছি,' মিরপুরে বলেছিলেন ফজলে রাব্বি।
২০০৪ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হওয়া রাব্বি প্রায় ১৪ বছর পর জাতীয় দলে। এশিয়া কাপের ৩১ সদস্যের স্কোয়াডে ছিলেন, কিন্তু চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। প্রথমবারের মতো চূড়ান্ত স্কোয়াডে থেকে অনুশীলন করেছেন প্রধান কোচ স্টিভ রোডসের সাথে।
নিজের অনুভূতির কথা জানিয়েছেন এক কথায়। 'খুব ভাল লাগছে। আমি খুব উপভোগ করছি, এই সময়টা।'
শুধু তাই নয়, মুশফিক-রিয়াদদের সাথে প্রথমবারের মতো ভাগাভাগি করছেন ড্রেসিং রুম। সেখানেও শিখছেন তিনি। দেখছেন কতটা প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানকার পরিবেশ তাঁকে আরও বেশি অনুপ্রাণিত করছে, জানিয়েছিলেন রাব্বি।
'একদম ভাল, সবাই সবার কাজ নিয়ে খুব চিন্তা করে। কার কি দায়িত্ব, সেটা সবাই খুব ভাল জানে। আমি দেখছি, শেখার চেষ্টা করছি। তাঁরা এক একজন কতোটা সিরিয়াস, এটা আমাকে খুবই অনুপ্রাণিত করছে।'
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা