ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সিরিজ শুরু আগে জিম্বাবুয়ের বিপক্ষে যেদিন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ২৩:০২:২৩
সিরিজ শুরু আগে জিম্বাবুয়ের বিপক্ষে যেদিন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল

এমিরেটস এয়ারলাইনস যোগে দক্ষিণ আফ্রিকা থেকে মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে দলটির অবতরণের কথা জনিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সুত্র।

বাংলাদেশে এসে অাগামী ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে স্বাগতিক ও সফরকারী দল। এরপর ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হবে।

সিরিজের শেষ দুটি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচই দিবা-রা‌ত্রির।

ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই নয়নাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ