ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এবারের বিশ্ব একাদশে জায়গা পেল যে দুই টাইগার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ২২:১৬:৩৮
এবারের বিশ্ব একাদশে জায়গা পেল যে দুই টাইগার

তামিম ইকবাল

বিশ্ব ক্রিকেটের একজন বিপদজ্জনক ব্যাটসম্যান তামিম ইকবাল। গত এশিয়া কাপে বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারের উপর অনেক আশা ছিল দলের। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় গুরুতর আহত হন ইকবাল।

ইমাম-উল-হকপাকিস্তানের তরুণ ক্রিকেটার। দলের নিয়মিত সদস্য। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে খেলতে গিয়ে হাতে গুরুতর চোট পান।

সাকিব আল হাসানবাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারটিকে আহতদের একাদশের অধিনায়ক বানানো যেতে পারে। গুরুতর চোট আঙ্গুলে। চোট সারিয়ে দলে ফিরে আসা খুবই কঠিন।

হাসিম আমলাদক্ষিণ আফ্রিকার নিয়মিত সদস্য। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে হাতে গুরুতর চোট পান।

কেদার যাদবএশিয়া কাপে ভারতের নতুন আবিষ্কার বলা যেতেই পারে। ব্যাট-বল দুটিতেই সফল। কিন্তু, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে কবে দলে ফিরবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

ঋদ্ধিমান সাহাভারতীয় দলের এই উইকেটরক্ষক বেশ কিছু দিন ধরেই চোটের কারণ দলের বাইরে। কবে ফিরবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

হার্দিকভারতের অন্যতম অলরাউরান্ডার। কিন্তু, চোট আঘাতে বেশ কিছু দিন দলের বাইরে।

আন্দ্রে রাসেলওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারটিকে অনেক দিন পাচ্ছে না দল। হাঁটুতে ভয়ঙ্কর চোট।

শার্দুল ঠাকুরওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টেই অভিষেক হয়েছিল। কিন্তু, মাত্র ১.৪ ওভার বল করার পরই মাঠ ছাড়েন। চোটের জন্য।

অক্ষয় পটেলক্রমেই দলের ভরসা হয়ে উঠছিলেন। ব্যাটে-বলে নজর কাড়ছিলেন। কিন্তু, তখনই চোট পেয়ে ছিটকে যান দল থেকে।

ইশান্ত শর্মাভারতীয় দলের বড় ভরসা। গত ইংল্যান্ড সফরে সফল। কিন্তু, চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে বাদ দেন নির্বাচকরা। সৌজন্যে চোট-আঘাত।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ