ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ক্রিকেট বিশ্বে বাঁহাতি ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ পাঁচে তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ১৯:৩০:০৩
ক্রিকেট বিশ্বে বাঁহাতি ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ পাঁচে তামিম

পরিসংখ্যানও তামিমের পক্ষে কথা বলছে। গত ১২ মাসে সব ধরনেরর ফরম্যাট মিলিয়ে বাঁহাতি ব্যাটসম্যানদের এই পরিসংখ্যান বের করা হয়েছে। ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাঁহাতি সব ব্যাটসম্যানদের মাঝে গড়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে অবস্থান করছেন তামিম ইকবাল।

তিন ফরম্যাটে গত এক বছরে ৩৭.৬৭ গড়ে রান সংগ্রহ করেছেন তামিম। এই তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের ওপেনার ইমামুল হক। যদিও ইমামের এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়নি। দুই ফরম্যাটে গত এক বছরে ৫৭.২২ গড়ে রান তুলেছেন ইমাম।

সতীর্থ ফখর জামান রয়েছেন তালিকার দ্বিতীয়তে। টেস্ট অভিষেক না হওয়া এই ব্যাটসম্যানের দুই ফরম্যাট নিয়ে গড় ৪৬.৩৩। ফখরের পড়েই জায়গা করে নিয়েছেন ভারতের ওপেনার শেখর ধাওয়ান। তিন ফরম্যাট মিলিয়ে ৪২.৮৪ গড়ে রান তুলেছেন তিনি। ধাওয়ানের পড়েই তালিকার চারে রয়েছেন টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ