ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ওয়ানডে ম্যাচে ৫৯৬ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ১৯:০২:৫০
ওয়ানডে ম্যাচে ৫৯৬ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার

চার’শ পেরিয়ে ওয়ানডের সর্বোচ্চ স্কোর তাই এখন পাঁচ’শ এর কোঠায় পৌঁছার সম্ভাবনার জানান দিচ্ছে। হয়তো খুব কম সময়ের মধ্যে তার দেখাও মিলবে। কিন্তু সম্ভাবনার এই সীমাটাকে ছয়’শ ছুঁই-ছুঁই নিয়ে গেল অস্ট্রেলিয়ার একটি নারী দল। অস্ট্রেলিয়ার আঞ্চলিক ক্রিকেটে একটি নারী দল ৫০ ওভারে ৩ উইকেটে ৫৯৬ রান করে সংগ্রহ করে। এমনকি ম্যাচটি তারা জিতে নিয়েছে ৫৭১ রানের বিশাল ব্যবধানে।

পোর্ট অ্যাডিলেড দলের বিপক্ষে এমন অবিশ্বাস্য কীর্তি গড়েছে নর্দান ডিস্ট্রিক্ট। আগে ব্যাট করে চার জন ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৩ উইকেটে ৫৯৬ রান সংগ্রহ করে নর্দান ডিস্ট্রিক্ট। বিশাল স্কোর দাঁড় করাতে অবশ্য ৬৪টি চারের বিপরীতে মাত্র ৩ টি ছক্কা হাঁকিয়েছেন নর্দান ডিস্ট্রিক্ট ব্যাটাররা।

নর্দান ডিস্ট্রিক্ট ব্যাটসম্যানদের কৃতিত্ব তো থাকছেই। তবে পোর্ট অ্যাডিলেডের বোলাররাও কম দায়ী নয় প্রতিপক্ষের স্কোরটা এতো বড় হওয়ার জন্য। ৮৮ রান অতিরিক্ত ব্যয় করেছে তারা। যার ৭৫ রানই তারা দিয়েছেন ওয়াইড থেকে।

জবাব দিতে নেমে মাত্র ১০.৫ ওভারে ২৫ রানে গুটিয়ে যায় পোর্ট অ্যাডিলেড। কোনো ব্যাটারই পারেননি দুই অঙের স্কোর করতে। চার জন ব্যাটসম্যান ডাক মেরেছেন। যে ২৫ রান করা করেছে দলটি, তার ৮ রানই অবশ্য ওয়াইড থেকে। ফলে ম্যাচটা ৫৭১ রানে জিতে নিয়েছে নর্দান ডিস্ট্রিক্ট।

জেটস ওমেন্স ক্রিকেটের পরিচালক জিনেট বিজলেঘ বলেছেন, ‘এটা আমাদের জন্য বিস্ময়কর ছিল। এটা হয়তো বিশ্ব রেকর্ড অথবা নয়। কিন্তু অবশ্যই এটা ক্লাব রেকর্ড। এবং আমরা এটা নিশ্চিত অবশ্যই এটা এসএ ক্রিকেট অ্যাসোসিয়েশন রেকর্ড।’

ওয়ানডে ক্রিকেটের ইতিহাস বলছে ছেলেদের ক্রিকেটে সর্বোচ্চ স্কোর ৪৮১/৬। যেটি গড়েছিল ইংল্যান্ড। রানের হিসেবে সবচেয়ে বড় জয় নিউজিল্যান্ডের। ২৯০ রানে জিতেছিল তারা আয়ারল্যান্ডের বিপক্ষে।

আর মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের মেয়েদের। আয়ারল্যান্ডের বিপক্ষে গেল জুনে ৪ উইকেটে ৪৯১ রান করেছিল দলটি। সবচেয়ে বড় জয়টিও নিউজিল্যান্ডের মেয়েদের। পাকিস্তানের বিপক্ষে ৪০৮ রানের জয়ের রেকর্ড তাদের।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ