ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সাকিব ভাইয়ের জায়গা কারও নেওয়া পসিবল না : ফজলে রাব্বী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ১৮:৪১:৩৭
সাকিব ভাইয়ের জায়গা কারও নেওয়া পসিবল না : ফজলে রাব্বী

রাব্বী আরও বলেন, ‘সাকিব ভাইয়ের জায়গা কারও নেওয়া পসিবল না, যদি সুযোগ পাই আমি এ রোলটা পালনের চেষ্টা করব। ’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জাতীয় দলে সুযোগ পেয়েছেন ফজলে রাব্বী। আজ সোমবার সকাল ৯টার দিকে মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এ ক্রিকেটার।

রাব্বী মূলত অলরাউন্ডার। তবে ভালোবাসেন ব্যাট করতে তা জানালেন নিজেই। জিম্বাবুয়ের বিপক্ষে দলে সুযোগ পেয়েছে সাকিব আল হাসানের জায়গায়। আঙুলের ইঞ্জুরিতে আক্রান্ত সাকিব মাঠের বাইরে এশিয়া কাপ থেকেই।

সাকিবের জায়গায় দলে আসায় দায়িত্বটা একটু বেশি, কীভাবে দেখছেন- এমন প্রশ্নে রাব্বির সোজাসাপ্টা উত্তর, ‘সাকিব ভাইয়ের জায়গা কারও নেওয়া পসিবল না, যদি সুযোগ পাই আমি এ রোলটা পালনের চেষ্টা করব। তবে অবশ্য সাকিব ভাইয়ের জায়গা থেকে না, আমি আমার ভালোটা দেওয়ার চেষ্টা করব।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ