ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আর কোনও টাকা দেব না ক্যাথরিনকে : রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ১৭:১৯:৫৮
আর কোনও টাকা দেব না ক্যাথরিনকে : রোনালদো

সম্প্রতি জার্মানির বিখ্যাত পত্রিকা ডার স্পাইগেল বোমা ফাটিয়েছে। সংবাদ মাধ্যমটি জানান, রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন সাবেক মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা। ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে তাকে ধর্ষণ করেন পর্তুগিজ এই সুপার স্টার।

২০১০ সালে আদালতের বাইরে অর্থের বিনিময়ে তা মিটমাট করে ফেলেন তারা। ওই সময় বর্তমানে শিক্ষকতা করা সেই নারীকে ২ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা দেন সি আর সেভেন ।

তবে বিষয়টি গোপন রাখতে রোনালদোর সঙ্গে করা চুক্তিকে এখন গুরুত্বহীন মনে করছেন ক্যাথরিন। তাই ফের তদন্তের অনুরোধ জানিয়েছেন তিনি। নতুন করে তদন্তে নেমেছে লাস ভেগাস পুলিশ।

কিন্তু এবার বেঁকে বসেছেন সিআরসেভেন। তিনি সাফ জানিয়ে দিলেন, ক্যাথরিনকে আর কোনো টাকা পয়সা দেবেন না।

ধর্ষণের ঘটনা নতুন করে প্রকাশ্যে আসার পর তা অস্বীকার করে আসছেন রোনালদো। এখন পর্যন্ত নিজের অবস্থানে অনড় আছেন তিনি। ইতিমধ্যে ক্যাথরিনের তোলা অভিযোগ খণ্ডন করতে শক্তভাবেই মাঠে নেমেছেন তিনি। এর জন্য একাধিক আইনজীবীও নিয়োগ দিয়েছেন। তারা বাদীপক্ষের আইনজীবীর বিরুদ্ধে লড়ছেন।

রোনালদোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন বলেন, আমরা আর অতীতের ভুল করতে চাই না। কথিত ধর্ষিতাকে আর কোনো অর্থ কড়ি দিতে চাই না। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। দোষ না করলে আমাদের মক্কেল নির্দোষ প্রমাণিত হবেই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ