ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

অবশেষে বিপিএল-এ নতুন চমক কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ১৬:৫৯:৫১
অবশেষে বিপিএল-এ নতুন চমক কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

তাছারা ওই আসরে ঢাকাকে হারিয়ে মাশরাফি বিন মোর্তজার অধিনায়কত্বে বিপিএলের শিরোপা ঘরে তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখতে হয় পরের বছর। ওই আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলটিকে নিয়ে অনেক সমালোচনা সৃষ্টি হয়।

এরপর গত মৌসুমে মাশরাফি বিন মুর্তজাকে সরিয়ে দলের আইকন করে তামিম ইকবালকে। তবে মাশরাফিকে বাদ দিলেও চ্যাম্পিয়ন হতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরং চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়ে।

অবশেষে এবারের মৌসুমে নতুন কিছু চমক নিয়ে আসছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে দলের আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবালকে ধরে রেখেছে। কিন্তু আইকন ক্রিকেটার হওয়ার কারণে ছেড়ে দিতে হয়েছে লিটন কুমার দাসকে।

কিন্তু তারা ধরে রেখেছে আরেক ওপেনার ইমরুল কায়েস এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন কে। তাছাড়াও পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিককে ধরে রেখেছে তারা। এদিকে আগামী ২৮ অক্টোবরে অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট।

তাছারা এর মধ্যেই প্লেয়ার ড্রাফটে আগে রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস একাধিক ক্রিকেটার দলে ভিড়িয়েছে। সেই তালিকায় একটু পিছিয়ে থাকলেও নতুন চমক নিয়ে আসছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তারা গতকাল ফেসবুক পেজে এমনটাই ইঙ্গিত দিয়েছে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের ফেসবুক পেজে গতকাল লেখেন অপেক্ষার পালা শেষ খুব দ্রুতই নতুন নতুন চমক নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্যানদের মাঝে হাজির হবে বিপিএল এর একটা আওয়াজ হয়ে যাক।

ধারণা করা হচ্ছে প্লেয়ার ড্রাফটে আগে একাধিক ক্রিকেটার দলে নিতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সে তালিকায় যোগ হতে পারে ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম ডেসন এবং শ্রীলঙ্কা অলরাউন্ডার আসেলা গুনারত্ন। তাই এবারের বিপিএল কিছুটা চমক নিয়েই দল গঠন করছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ