ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এপিএলে গেইল তান্ডব, মারলেন ১০ ছক্কা ভিডিওসহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ১৫:৫৮:৩৭
এপিএলে গেইল তান্ডব, মারলেন ১০ ছক্কা ভিডিওসহ

আজ সেই প্রত্যাশার ষোলো আনাই পূরণ করলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। কাবুলের বিপক্ষে ইনিংসের সূচনা করতে নেমে মাত্র ৪৮ বল খেলে ৮০ রান করেছেন গেইল। দুর্ভাগ্যজনক ভাবে রান আউটের শিকার না হলে আজও একটা দানবীয় সেঞ্চুরি হয়তো দেখা যেতো!

গেইল প্রথম দিকে খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ১৪ বল খেলে মাত্র ৩ রান করতে পেরেছিলেন। তবে একটু সেট হওয়ার পর ঠিক কতোটা ঝড় তুলেছিলেন সেটা বুঝাতে একটা পরিসংখ্যান জেনে নেওয়া যাক।

৮০ রানের মধ্যে ৬৮ রানই এসেছে চার-ছয় থেকে। ছক্কা হাঁকিয়েছেন ১০টি, আর চার ২টি। অর্থাৎ ১২ বলেই গেইল তুলেছেন ৬৮ রান!

আর গেইল ঝড়ের এই ম্যাচে প্রতিপক্ষের হয়রতুল্লাজ জাজাই হাকান একওভারের ছয় বলে ছয় ছক্কা। তবে শেষ পর্যন্ত জয় কিন্তু পেয়েছেন গেইলরা।

১০ ছয়ের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ