ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আশরাফুলের ব্যর্থতার দিনে ঢাকার হাল ধরেছেন শুভ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ১৪:২৪:১৩
আশরাফুলের ব্যর্থতার দিনে ঢাকার হাল ধরেছেন শুভ

তবে দলীয় ২৩ রানেই ওপেনার রবিউল ইসলামের (১২) উইকেট হারিয়েছে তাঁরা। এরপরে ১১১ রানের সুন্দর একটি জুটি গড়েছেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং সৌম্য সরকার।

তবে ফিফটি করে বেশিক্ষন উইকেটে থাকেননি বিজয়। সন্দীপ সাহার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তাঁর সংগ্রহ পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫৬ রান।

এই রিপোর্ট লিখার সময়ে সৌম্য করেছেন আটটি চার ও একটি ছক্কায় ৭০* রান। সাথে আছেন তুষার ইমরান (৯*)। খুলনার প্রথম ইনিংসের রান দুই উইকেটে ১৬৪।

এদিকে দিনের আরেক খেলায় বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রোপলিটন এবং চট্টগ্রাম বিভাগ। টসে জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে চট্টগ্রাম।

চট্টগ্রামের পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরেছেন মেট্রোর ওপেনার মোহাম্মদ নাইম (৯)। এরপরে আসরে দুর্দান্ত ফর্মে থাকা সাদমান ইসলামকে ৩৬ রানে ফিরিয়েছেন হাসান মাহমুদ।

২০ বলে শুন্য রান করে রানআউট হয়ে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। উইকেটে এসে শুন্য রানে ফিরে গেছেন মেহরাব হোসেন জুনিয়রও।

বর্তমানে শামসুরের সংগ্রহ ৫০* রান। ঢাকা মেট্রো সংগ্রহ করেছেন চার উইকেটে ১১৩ রান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ