ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সৌম্য-বিজয়ের অর্ধশতকে বড় সংগ্রহের দিকে খুলনা, দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ১৪:০১:৪০
সৌম্য-বিজয়ের অর্ধশতকে বড় সংগ্রহের দিকে খুলনা, দেখুন সর্বশেষ স্কোর

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে খুলনাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় রংপুর বিভাগ। প্রতিপক্ষের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে ওপেনার রবিউল ইসলাম রবির উইকেট হারায় খুলনা। এরপর দলের হাল ধরেন বিজয় ও সৌম্য।

বাঁহাতি ওপেনারকে সাথে নিয়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে র অবিচ্ছিন্ন জুটি গড়েছেন এ দুজন। যা স্বাগতিকদের পথ দেখাচ্ছে বড় সংগ্রহের।

শতরানের জুটির পথে বিজয় প্রথম শ্রেণি ক্যারিয়ারের ২৫তম ও সৌম্য ১৭তম অর্ধশতক পূর্ণ করে আসরে নিজেদের দ্বিতীয় শতকের পথে হাঁটছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৪ বল মোকাবেলায় ৫ চার ও ২ ছয়ে ৫৬ রান নিয়ে ব্যাট করছেন বিজয় আর ৫৩ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন সৌম্য। ৮৯ বল মোকাবেলা করে ৬ চার ও ১ ছয়ে এ রান সংগ্রহ করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

এ মুহূর্তে খুলনার সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ১৩৪ রান।

তৃতীয় রাউন্ডের খুলনা দল : আব্দুর রাজ্জাক (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, রবিউল ইসলাম, তুষার ইমরান, আফিফ হোসেন, জিয়াউর রহমান, মেহেদী হাসান, আল আমিন, মাহমুদুল হক সেতু, নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম শিবলু ও মঈনুল ইসলাম সোহেল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ