ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বাংলাদেশের 'স্পিনে' ভয় হোল্ডারের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ১১:৫৩:৩৯
বাংলাদেশের 'স্পিনে' ভয় হোল্ডারের

ভারতের বিপক্ষে সিরিজ হারার পর হোল্ডার বলেছেন, "এই সিরিজের পর আমরা বাংলাদেশের মুখোমুখি হব। বাংলাদেশ আমাদের অনেক স্পিনার নিয়ে আক্রমণ করবে।"

সদ্য শেষ হওয়া সিরিজে কুলদীপ যাদভ আর রবিচন্দ্রন অশ্বিনের বলে খাবি খেয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। দুই ম্যাচের সিরিজে ১০ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার কুলদীপ আর ৯ উইকেট নিয়ে তালিকার ৩ নম্বরে আছেন অশ্বিন।

তাই বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের চিন্তার বড় কারণ স্পিন বলে তাদের ব্যাটসম্যানদের দুর্বলতা। সিরিজ শেষে দলের ব্যাটসম্যানদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হোল্ডার।

তিনি বলেছেন, "সত্যি বলতে আমরা বোর্ডে যথেষ্ঠ রান তুলতে পারিনি। কিছু কিছু সময়ে আমরা অসঙ্গতিপূর্ণ ছিলাম এবং এটাই আমাদের পেছনে ফেলে দিয়েছে।"

ব্যাটসম্যানদের সমালোচনা করলেও বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন হোল্ডার। বিশেষ করে স্বাগতিক ভারতের বিপক্ষে দলের পেসারদের ভূমিকা দারুণ আনন্দিত করেছে ক্যারিবিয়ান অধিনায়ককে।

"এটি দারুণ একটি খেলা ছিল। সকালটা যেভাবে শুরু করেছে এটার পুরোটাই কৃতিত্ব বোলারদের। আমরা একসাথে এটা নিয়ে আলোচনা করেছি। বোলারদের পারফর্মেন্স দেখে দারুণ লাগছে।"

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ