ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সবাইকে চমকে দিয়ে বিপিএলে গেইল ম্যাককালামকে দলে নিলো যে দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ০০:৪২:৫৬
সবাইকে চমকে দিয়ে বিপিএলে গেইল ম্যাককালামকে দলে নিলো যে দল

বিপিএলে রিভিউ আসছে, সেটি মাস তিনেক আগেই জানিয়েছিলেন বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।রিভিউসহ আরও কী কী থাকছে আজ সেটি পরিষ্কার করলেন ইসমাইল হায়দার, ‘প্রতি ইনিংসে প্রতিটি দল একটি করে রিভিউ কাজে লাগানোর সুযোগ পাবে।

গতবারের মতো প্রতি ম্যাচে একজন করে বিদেশি আম্পায়ার থাকবে। প্রতিটি দল চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে রেখে দেওয়া খেলোয়াড়দের নাম দিতে হবে।

ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে। গতবার বিপিএল খেলেছেন এমন বিদেশিদের এবারের ড্রাফটে থাকতে হবে। যাঁরা গতবার ড্রাফটে ছিলেন না, তাঁদের মধ্য থেকে দুজন করে খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নিতে পারবে।’

কেন ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে সেটিরও ব্যাখ্যা দিয়েছেন ইসমাইল হায়দার, ‘এমন অনেক ভালো মানের খেলোয়াড় আছে।এ বছর যেহেতু জাতীয় নির্বাচন, আমাদের টুর্নামেন্টের তারিখ পিছিয়ে জানুয়ারিতে নেওয়া হয়েছে। সে সময়ে অন্য লিগও শুরু হবে।

প্রতিটি দলের যে সংখ্যক খেলোয়াড় প্রয়োজন হবে, সেটি পূরণে অনিবন্ধিত দুজন করে খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’বিপিএল পরিচালনা পরিষদের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা মারা যাওয়ার পর শূন্য হয়ে পড়া পদটি আপাতত চালিয়ে নেওয়ার ভার দেওয়া হয়েছে বিসিবি পরিচালক শেখ সোহেলকে। গভর্নিং কাউন্সিল আশা করছে বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ