ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আফগান লিগে ৬ বলে ৬ ছক্কা ভিডিওসহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৫ ০০:৪১:১৭
আফগান লিগে ৬ বলে ৬ ছক্কা ভিডিওসহ

ম্যাচে ওপেনার হিসেবে ব্যাট করতে নামেন হযরতউল্লাহ। ৩ ওভার শেষে দলের সংগ্রহ ছিল ৩৩ রান। চতুর্থ ওভারে বল হাতে নিজের প্রথম ওভার করতে আসেন আবদুল্লাহ মাজারি। ঐ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে উত্তেজনা সৃষ্টি করেন হযরতউল্লাহ। নিজের দ্বিতীয় বলেও মাজারি হজম করেন বিশাল এক ছক্কা। স্নায়ুযুদ্ধে পরাজিত হয়েই হয়ত, এর পরের বলে ওয়াইডের বিনিময়ে অতিরিক্ত খাতে একটি রান বিলি করেন।

অনেকে ভেবেছিলেন, এতে বুঝি ছক্কা হাঁকানোর ছন্দ ভাঙবে হযরতউল্লাহর। কিন্তু মোটেও তা হয়নি। মাজারির পরের চারটি বলেও বিশাল চারটি ছক্কা হাঁকান তিনি।

এক ওভারে ৩৭ রান নিয়ে নিজের দ্বিতীয় ওভার বল করার সাহস পাননি মাজারি, কিংবা হয়ত বালখের অধিনায়ক মোহাম্মদ নবী করেননি মাজারির হাতে বল তুলে দেওয়ার দুঃসাহস। নিজের ইনিংসটি অবশ্য ৬২ রানেই থামাতে হয় হযরতউল্লাহকে, অস্ট্রেলিয়ান পেসার বেন লাফলিনের বলে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ তুলে দিলে। তার আগে মাত্র ১৭ বলের মোকাবেলায় তিনি হাঁকান চারটি চার ও সাতটি ছক্কা।

হযরতউল্লাহর কীর্তি গড়ার ম্যাচে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তার দল কাবুল। ২৪৫ রানের লক্ষ্যে ছোটা দলটি নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৩ রান।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ