ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এইমাত্র পাওয়াঃ আশরাফুলকে বিশেষ এক সুঃখবর দিল বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৪ ২১:৫০:৪৫
এইমাত্র পাওয়াঃ আশরাফুলকে বিশেষ এক সুঃখবর দিল বিসিবি

এদিকে তিনি পাঁচ বছর পর ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা থেকে গত ১৪ আগস্ট সব ধরনের ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছিলেন আশরাফুল। অনুমতি পাওয়ার আগে থেকেই জাতীয় দলে সুযোগ করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন এই ব্যাটসম্যান।

তাছাড়া এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন সেরা রান সংগ্রাহকদের তালিকাতেও। তাছাড়া সাম্প্রতিক জাতীয় ক্রিকেট লিগেও তিনি হাঁকিয়েছেন দুই ম্যাচে দুই অর্ধশতক। নিজের ফিটনেস ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিলেন এই ব্যাটসম্যান।

আশা করছিলেন হয়ত ডাক পাবেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে। তবে সুযোগ হয়নি তার। আগামী জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যেই ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। কিন্তু যেখানে নাম নেই আশরাফুলের। এই স্কোয়াড দেখে হয়ত আশাহত হবেন আশরাফুল এবং তার ভক্তরা।

তবে এবার টেস্ট দলে ডাক পাচ্ছেন আশরাফুল! ওয়ানডে দলে ডাক না পেলেও টেস্ট দলে ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার। আর সে আশাতেই হয়ত এখন থাকবেন আশরাফুল এবং তার ভক্তরা। আশরাফুলের জন্য শুভকামনা যেন তিনি ভাল খেলে আবার জাতীয় দলের হয়ে খেলতে পারেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ