ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

টাইমস ম্যাগাজিনের প্রথম পাতায় এমবাপ্পে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৪ ২০:৩১:১৮
টাইমস ম্যাগাজিনের প্রথম পাতায় এমবাপ্পে

মাত্র ১৯ বছরের ফুটবল ক্যারিয়ারের এমবাপ্পে এমন দাবি কীর্তির মালিক হয়েছেন যা অনেক নামি দামি ফুটবলারের স্বপ্ন থাকে।

অল দিনের মধ্যেই এমবাপ্পে তার অর্জনের ঝুলিতে যোগ করেছেন ইউরো অনুর্ধ ১৯ চ্যাম্পিয়ন, গোল্ডেন বয় ২০১৭,ফ্রান্সের সেরা উদীয়মান ফুটবলার ২০১৭, দুইটা ফরাসি লীগের শিরোপা, বিশ্বকাপ ২০১৮ এর সেরা উদীয়মান ফুটবলার, ফিফ প্রো ২০১৮ এর দলে জায়গা পাওয়া, এবং সব থেকে বড় অর্জন রাশিয়া বিশ্বকাপ ২০১৮!

টাইমস ম্যাগাজিনের এবারের প্রচ্ছদের প্রথম পাতায় রয়েছেন এই ফরাসি গতিদানব। তার আগে মাত্র তিনজন ফুটবলার এই কৃতিটো দেখিয়েছিলেন। তারা হলেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং মারিও বালোতেল্লি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ