ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ব্রাজিল-আর্জেন্টিনার কখনো প্রীতি ম্যাচ হয় না

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৪ ২০:০৩:৫০
ব্রাজিল-আর্জেন্টিনার কখনো প্রীতি ম্যাচ হয় না

মূলত আগামীকাল বাংলাদেশ সময় রাত বারোটায় সৌদি আরবের জেদ্দায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। এ নিয়েই চলছে দুই দলের তর্ক-বিতর্ক। আর ইকার্দি স্পষ্ট বলে দিলেন, ‘আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে কখনো প্রীতি ম্যাচ হয় না। এই ম্যাচ ঘিরে থাকে অনেক আবেগ। আগের সফরে (বিশ্বকাপের পর) আমরা কলম্বিয়ার মতো দলের বিপক্ষে খেলেছি। ওরাও দুর্দান্ত দল। কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই, তাদের বিপক্ষে খেলা মানে অন্য কিছু। এ কারণে ওদের বিপক্ষে যে ম্যাচই খেলুন না কেন, সেটা কখনো প্রীতি ম্যাচ হয় না। এটা কখনো হবেও না।’

এর আগে শেষ প্রীতি ম্যাচে সৌদি আরবের সাথে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। তখন সামনের ম্যাচ নিয়ে ব্রাজিলিয়ান কোচ তিতেও বলেছেন, ‘আমরা এই ম্যাচে দাপটের সঙ্গে খেলিনি। আমরা জিতেছি স্রেফ দারুণ একটা আক্রমণভাগ ছিল বলে। ব্রাজিল বনাম আর্জেন্টিনা কখনো প্রীতি ম্যাচ হয় না। ওই ম্যাচে আমাদের এর চেয়েও অনেক ভালো খেলতে হবে।’

সব মিলিয়ে প্রীতিম্যাচের নামে ঘটে যাওয়া যুদ্ধে শেষ পর্যন্ত কে জিতবে সেটা জানা তো যাবে আগামীকালকেই!

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ