ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

জিম্বাবুয়ে সিরিজেও দলে জায়গা পেয়ে যা বললেন মিথুন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৪ ১৯:৪৯:৩৮
জিম্বাবুয়ে সিরিজেও দলে জায়গা পেয়ে যা বললেন মিথুন

আগামীতেও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সফল হতে পারবেন বলেই আশা করছেন। রবিবার (১৪ অক্টোবর) মিরপুরে অনুশীলন শেষে এমনটিই জানিয়েছেন মিথুন।

এ ব্যাপারে মোহাম্মদ মিথুন বলেন, ‘পরিবর্তন আসলে ওইরকম কিছু না। আগের মতোই আছি। শুধু আত্মবিশ্বাসটা বেড়েছে। আগে একটা জড়তা কাজ করত। না পারলে আবার বাইরে, এই চিন্তা কাজ করত। এখন সেটা আপাতত নেই। এখন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য এসেছে। এখন আত্মবিশ্বাস আছে এই পর্যায়ে ভালো করতে পারব।’

এছাড়া তিনি আরও বলেন, ‘আসলে আমার কাছে খুব বেশ কঠিন মনে হয়নি। এটা আমার পেশা। ঘুম থেকে উঠে না আসলে আমার ভালো লাগে না। মাঠে এসে যদি কিছু করে যাই তাহলে দিন শেষে এটাই আমার সন্তুষ্টি। আমি যেখান থেকে অর্থ উপার্জন করি, যা দিয়ে আমার পরিবার চলে, সেটার পেছনেই আমার সময় দিতে হবে। আমি অন্য কিছু করি না। মোটিভেশনটা সেখান থেকেই আসে। আর খেলা তো ছাড়ছি না। যেহেতু খেলছি সেহেতু এখানে ভালো করার চেষ্টা করতে হবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ