ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মাত্র ৩৫ রানে অলআউট পাকিস্তানের দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৪ ১৯:২৮:২০
মাত্র ৩৫ রানে অলআউট পাকিস্তানের দল

সুই নর্দান গ্যাস পাইপলাইন লিমিটেড দলটি, কায়েদ-ই আজম ট্রফির সর্বশেষ ৬ আসরের ৫টিতেই বিজয়ী এই দলটি।

শুধু তাই নয়, চলতি আসরেও তারা রয়েছে সবার শীর্ষে। পুল-এ তে ৫ ম্যাচের চারটিতে জয় এবং একটিতে ড্র করে শীর্ষে রয়েছে তারা। তাদের অর্জিত পয়েন্ট ৩৯।

এত ভালো অবস্থানে থেকেও তারা মাত্র ৩৫ রানেই শেষ।

দলের পক্ষে সর্বোচ্চ বিলাওয়াল ভাট্রিই ১৫ রান করেন। বাকি ব্যাটসম্যান সবাই মিলে করেছেন ২০ রান। এর মধ্যে আলি ওয়াকাস সবচেয়ে বেশি বল মোকাবেলা করেছেন, মাত্র ৩৫টি। তিনি করেছেন ৯ রান। অন্য কোনো ব্যাটসম্যানই ৪ -এর বেশি রান করতে পারেননি। ৫জনই মেরেছেন গোল্ডেন ডাক।

আর বিপক্ষে হাবিব ব্যাংকের বোলার জুনায়েদ খান একাই ১৭ রান দিয়ে নেন ৭ উইকেট। খুররাম শেহজাদ নেন ২টি এবং ১ উইকেট নেন উমর গুল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ