ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৪ ১৮:০৮:২৪
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন পাপন

বলার অপেক্ষা রাখে না, বিসিবি আগেই নাজমুল হাসান পাপনকে বাংলাদেশের প্রতিনিধি মনোনীত করেছে। তারই ধারাবাহিকতায় এশিয়ান ক্রিকেটের অভিভাবক সংস্থা এসিসির প্রধান হবেন নাজমুল হাসান পাপন।আগামী ১৮ নভেম্বর পাকিস্তানের লাহোরে হবে এসিসির বার্ষিক সাধারণ সভা। সেখানে পাকিস্তানের মাটিতে বসে পাকিস্তানেরই এহসান মানিকে সরিয়ে এসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বিসিবির বর্তমান প্রধান পাপন।

উল্লেখ্য, এখন চলমান প্রক্রিয়ায় এসিসির প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন পাকিস্তানের এহসান মানি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার চেয়ারে বসবেন। এহসান মানির কার্যমেয়াদ শেষেই দু বছরের জন্য এসিসির প্রধান হবেন পাপন।

বলার অপেক্ষা রাখেনা, এর আগেও বাংলাদেশ থেকে ক্রিকেট বোর্ডের প্রতিনিধি বা শীর্ষ কর্তা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের দায়িত্ব পালন করেছেন। বিসিবির দুই সাবেক সভাপতি আলী আসগর লবি এবং আ হ ম মোস্তফা কামালও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ