ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

৫ বছর না খেলেও দেশের হয়ে এখনো টেস্টে সেঞ্চুরির শীর্ষ তালিকায় আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৪ ১৮:০৫:৩৭
৫ বছর না খেলেও দেশের হয়ে এখনো টেস্টে সেঞ্চুরির শীর্ষ তালিকায় আশরাফুল

বাংলাদেশের অভিষেক টেস্টে আমিনুল ইসলামের ব্যাট থেকে আসে ১৪৫ রান। তিনি ছিলেন ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার, যিনি তাঁর দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। আমিনুলের ৫৩৫ মিনিটের দীর্ঘ এই ইনিংসে ছিল ১৭টি চারের মার। তিনি বল খেলেছিলেন ৩৮০টি।

আর দেশের টেস্ট ক্রিকেটে অভিষেকের পরের বছরেই ২০০১ সালে দলে অভিষিক্ত হয়ে মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তথা ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে তিনি ৬ সেঞ্চুরি হাকান। যা টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিদে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

এছাড়াও বর্তমান সময় পর্যন্ত সর্বমোট ২০জন বাংলাদেশি ক্রিকেটার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। এর মধ্যে তামিম ইকবাল দেশের হয়ে সবচেয়ে বেশী ৮টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন মমিনুল হক (৬), তৃতীয় অবস্হানে রয়েছেন আশরাফুল (৬)। চতুর্থ অবস্হানে রয়েছেন সাকিব আল হাসান (৪) এবং পঞ্চম অবস্হানে রয়েছেন মুশফিকুর রহীম।তারমধ্যে তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সর্বাশেষ সাকিব আল হাসান দ্বি-শতক হাঁকিয়েছেন।

সুত্রঃ উইকিপিডিয়া এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়েবসাইট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ