ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ম্যাচের আগে ২০ বার বাথরুমে যান মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৪ ১৭:২০:০৩
ম্যাচের আগে ২০ বার বাথরুমে যান মেসি

আর্জেন্টিনার ছিয়াশির বিশ্বকাপ নায়ক ম্যারাডোনার ফুটবল প্রতিভা নিয়ে কারো সন্দেহ নেই। কিন্তু মাঠের বাইরে কখন যে কি বলে ফেলেন তা নিয়ে সংশয় থাকেই। কয়েকদিন আগে আর্জেন্টিনা দলের হয়ে মেসির সাফাই গাইতে গিয়ে ম্যারাডোনা বলেছিলেন, সব কিছু মেসি ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তার পক্ষে একা তো আর সব করা সম্ভব নয়। এমনকি মেসিকে আর্জেন্টিনা দলে না ফেরারও পরামর্শ দিয়েছেন দলটির সাবেক এই কোচ।

এই ম্যারাডোনাই ‘ইউ টার্ন’ নিয়ে বসলেন। তবে তার সমালোচনার যায়গা মেসির খেলোয়াড়ি প্রতিভা নয়, অধিনায়কত্ব নিয়ে। ম্যারাডোনার দাবী, মেসি ম্যাচের আগে ২০ বার বাথ রুমে যায়। এমন একজনকে নেতৃত্ব দেওয়া অনর্থকও মনে করেন তিনি।

সম্প্রতি একটি টেলিভিশনে মেসিকে নিয়ে কথা বলেন ম্যারাডোনা। সেখানে মেসিকে অসাধারণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করলেও অধিনায়কত্ব নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি, ‘সে (মেসি) নেতা হতে চায়। ক্রিস্তিয়ানো রোনালদোর মতো সে বিশ্বের সেরা খেলোয়াড়। তবে যে ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায় তাকে নেতা বানানোটা অনর্থক।’

আর্জেন্টিনার মেসি আর বার্সেলোনার মেসি আলাদা দাবী করে তিনি আরো বলেছেন, ‘বার্সেলোনার মেসি একরকম আর আর্জেন্টিনার হয়ে অন্যরকম।’

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচিংয়ে দায়িত্ব থাকা ম্যারাডোনার দাবী করেছেন, তিনি যদি এখন দায়িত্বে থাকতেন তবে মেসিকে দলে ডাকতেন না। তবে এও বলেছেন মেসির সেরাটা পেতে হলে মেসির কাঁধ থেকে অধিনায়কত্বের দায়িত্ব সারানো দরকার, ‘আমি মেসিকে ডাকতাম না; তবে কখনও বলব না যে কখনোই ডাকতাম না। তার ওপর থেকে চাপ সরানো দরকার। মেসির কাছ থেকে নেতৃত্ব দূরে রাখতে হবে, যদি আমরা তাকে মেসি হিসেবে চাই।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ