ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আমার তো মনে হয় সে সুযোগ পেলে জায়গা পাকাপোক্ত করবে- রুবেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৪ ১৫:২৮:৫২
আমার তো মনে হয় সে সুযোগ পেলে জায়গা পাকাপোক্ত করবে- রুবেল

এই ব্যাপারে রুবেল বলেন ,’ আমাদের যারা টেলএল্ডার ব্যাটসম্যান আছে আমাদের ওপর অবশ্যই টিম ম্যানেজমেন্ট আশা করে টেলএণ্ডাররা কিছু রান করুক। বা একটা ম্যাচ যদি জিতিয়ে দিতে পারি। তো আমরা সবসময় চেষ্টা করি। আমাদের এক্সট্রা মনোযোগী হতে হবে কি করে ১৫-২০ রান করতে পারি।’

রুবেল আরো বলেন ,’ সাকিব ভাই, তামিম ভাই আমাদের মেইন প্লেয়ার ও সেরা পারফর্মার। আমরা তাদের কে মিস করব। অবশ্য আমার মনে হয় না তা, কারণ সবাই তাদের জায়গায় ভাল করার সুযোগ পাবে। তারাও পারফরম্যান্সের জন্য মরিয়া হয়ে থাকবে।’

রুবেল বলেন ,’ রাব্বি জাতীয় লিগে কিন্তু অনেক দিন ধরে খেলছে এবং পারফর্ম করে আসছে। ও ডিজার্ভ করে। সাইফউদ্দীন ভাল কামব্যাক করেছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ