ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করল বাংলাদেশ দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৩ ১৩:৫৮:১৮
টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করল বাংলাদেশ দল

সদ্য প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমে আছে অস্ট্রেলিয়া। মাত্র ৩ রেটিং পয়েন্ট দূরে দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। তৃতীয় অবস্থানে ইংল্যান্ড রয়েছে মাত্র এক পয়েন্ট পিছিয়ে, ২৭৬ রেটিং পয়েন্ট পেয়ে।

তালিকায় সেরা দশের বাকি দলগুলো যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এই তালিকায় বাংলাদেশ রয়েছে নবম স্থানে। তাদের রেটিং পয়েন্ট ১৯৩। উল্লেখ্য, প্রমীলা ক্রিকেট বিশ্বের ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও নবম স্থানে রয়েছে বাংলাদেশ।

প্রমীলা ব্যাটসম্যানদের তালিকায় সেরা ২০ এর মধ্যে বাংলাদেশের কেউ নেই। তবে বোলারদের মধ্যে সপ্তম অবস্থানে আছেন রুমানা আহমেদ এবং নবম অবস্থানে আছে নাহিদা আক্তার। দলীয় অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ