ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এই জিম্বাবুয়ের বিপক্ষেই রেকর্ড গড়ে সেঞ্চুরি করেছিলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৩ ১৩:৪৬:২৯
এই জিম্বাবুয়ের বিপক্ষেই রেকর্ড গড়ে সেঞ্চুরি করেছিলেন সাকিব

২০০৯ সালের ১১ ই আগস্ট। জিম্বাবুয়ের বুলাওয়েতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। আর এ দিন ব্যাটিংয়ে নেমে একাধিক রেকর্ড গড়ে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।

সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং জুনায়েদ সিদ্দিকী। ওপেনিং জুটিতে এই দুজন যোগ করেন ৭১ রান। ২৭ রান করে সিদ্দিক আউট হলেও আশরাফুলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন তামিম ইকবাল।

দলীয় ১১০ রানে মাথায় ২২ রান করে আশরাফুল বিদায় হলে ও তখন ব্যাটিংয়ে নামেন অধিনায়ক সাকিব আল হাসান। আর ব্যাটিংয়ে নেমে মহাকাব্যিক এক ইনিংস খেললেন সাকিব। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন অধিনায়ক সাকিব আল হাসান।

দলিয় ১৫৫ রানের মাথায় ৭৯ রানে তামিম আউট হলেও সাকিব এদিন তুলে নেন ক্যারিয়ার সেরা সেঞ্চুরি। রকিবুল হাসান এবং মুশফিকুর রহিম কে সাথে নিয়ে মাত্র ৬৩ বলে ৯ টি চার এবং ৪ টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি করেন সাকিব। দুর্ভাগ্যজনকভাবে ১০৪ রান করে রান অাউট হন সাকিব আল হাসান।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ৩২০ রান। ওই ম্যাচে ৪৯ রানে জয় নিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে যায় বাংলাদেশ দল। শুধু তাই নয় এর পরের মাসে বাংলাদেশের মাটিতে এই জিম্বাবুয়ের বিপক্ষে আবারো ৬৪ বলে সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ