ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ভারতে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি শুরু উইন্ডিজদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৩ ১৩:৩২:৫৬
ভারতে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি শুরু উইন্ডিজদের

স্টুয়ার্ট ল, হায়দ্রাবাদ টেস্টে উইন্ডিজ কোচ ভারতের বিপক্ষে চলমান সিরিজকে তরুন উইন্ডিজ ব্যাটসম্যানদের জন্য একধরনের শিক্ষা সফর হিসেবে দেখছেন। বাংলাদেশের ঘরের মাঠে টেস্ট সিরিজে মেহেদি হাসান, তাইজুর রহমান ও আব্দুর রাজ্জাকদের স্পিন সামলানোর ড্রেস রিহার্সাল হচ্ছে ভারতের বিপক্ষে সিরিজে।

'ভারতে আমাদের অনেক স্পিন সামলাতে হবে, এটা প্রত্যাশিত ছিল। আমরা বাংলাদেশেও অনেক স্পিনের বিপক্ষে খেলব। ভাল হয়েছে, এখানেই ছেলেরা স্পিন বোলিং এর বিপক্ষে খেলার স্বাদ পেয়ে যাচ্ছে,' হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিন শেষে বলেছেন স্টুয়ার্ট ল।

উপমহাদেশের স্পিন বান্ধব উইকেটে উইন্ডিজদের অতীত রেকর্ড সুখকর নয়। তারুণ্য নির্ভর এই দলের অধিকাংশ ক্রিকেটারের এমন কন্ডিশনে ব্যাট করার অভিজ্ঞতা নেই। কঠিন উইকেটে নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলে স্কিলে উন্নতি করতে চায় 'নতুন' উইন্ডিজ।

'এটা ছেলেদের জন্য শিক্ষণীয় ব্যাপার হবে। আমরা চেষ্টা করব, ধুলোয় ভরা, নোংরা উইকেটে তাদের বিপক্ষে ব্যাট করতে, যেন আমরা শিখতে পারি, কিভাবে স্পিনের বিপক্ষে খেলতে হয়। এই ছেলেরা অনেক প্রতিভাবান। শুধু এই দলের সদস্যরা নয়, পুরো ক্যারিবিয়ানেই অনেক প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি এতদিনে এটা খুব কাছ থেকে লক্ষ্য করেছি,' বলেছেন স্টুয়ার্ট ল, যিনি চলতি বছরের শেষে বাংলাদেশ সফরের পরেই উইন্ডিজ দলের কোচের দায়িত্ব ছাড়বেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ