ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

জিম্বাবুয়ে সিরিজের জন্য ওয়ানডে, টেস্ট ও টি-টুয়েন্টির নতুন অধিনায়ক ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১৩ ১২:৫২:৫২
জিম্বাবুয়ে সিরিজের জন্য ওয়ানডে, টেস্ট ও টি-টুয়েন্টির নতুন অধিনায়ক ঘোষণা

সবশেষ এশিয়া কাপে এসে আর পারলেন না সাকিব। হাতের অবস্থা ভয়াবহ দেখে শরণাপন্ন হতে হয়েছে অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। ডাক্তারের পরামর্শ মতে শুধু জিম্বাবুয়ে সিরিজেই নন, খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। এমন অবস্থায় নিশ্চিতভাবেই অধিনায়কের দায়িত্ব উঠছে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে।

এমনটাই নিশ্চিত করলেন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সম্প্রতি ঢাকা ক্লাবে গণমাধ্যমকে বলেন, সাকিবের সঙ্গে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছে মাহমুদুল্লাহ রিয়াদ। এখন সাকিবের অনুপস্থিতিতে রিয়াদকেই অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে এটাই তো স্বাভাবিক। তাছাড়া এই মুহূর্তে নতুন কাউকে অধিনায়ক করা হলে ব্যাপারটা ভালো দেখাবে না।

আগামী ২১, ২৪ ও ২৬ সেপ্টেম্বর ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। এরপর ৩ নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। শেষ টেস্ট শুরু হবে ঢাকায় ১১ নভেম্বর।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ