ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

মেসিবিহীন আর্জেন্টিনা যেন আরো বেশি ভয়ঙ্কর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১২ ১৭:২৩:০৪
মেসিবিহীন আর্জেন্টিনা যেন আরো বেশি ভয়ঙ্কর

বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে এই ম্যাচে লাউটারো মার্টিনেজ, রবার্তো পেরেইরা, হের্মান পেস্সেইয়া ও ফ্রাঙ্ক সেরভি। এ জয়ে নেইমার বাহিনীর বিপক্ষে দারুণ আত্মবিশ্বাস পাবে লিওনেল স্কালোনির ছাত্ররা।

শুরুতে মাঠে নেমে ম্যাচের ১৮ মিনিটেই গোল পান লাউটারো মার্টিনেজ। তাতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ঘুরে দাঁড়াতে লড়াই চালিয়ে গেলেও প্রথমার্ধে ১-০তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় এশিয়ার দেশ ইরাক। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৫৩ মিনিটে গোল করেন রবার্তো পেরেইরা (২-০)। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ইরাক। তবে ম্যাচের ৮২ মিনিটে হের্মান পেস্সেইয়া ও যোগ করা মিনিটে ফ্রাঙ্ক সেরভির গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সুপার ক্লাসিকোতো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে মেসিবিহীন আর্জেন্টিনা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ