ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

তবুও নাফিস-বেলিমের রেকর্ড ভাঙতে পারল না খাজা-পেইন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১২ ১৬:২৫:৪৩
তবুও নাফিস-বেলিমের রেকর্ড ভাঙতে পারল না খাজা-পেইন

২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ ও টেস্ট সিরিজ জেতার সময়ে দ্বিতীয় ম্যাচের চতুর্থ ইনিংসে ১৪২ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ দলের সামনে লক্ষ্য ছিলো ৩৭৪ রানের।

কিন্তু টেস্ট ক্রিকেটে মাত্র পঞ্চম বছরে থাকা বাংলাদেশ সে লক্ষ্যের দিকে না এগিয়ে, বেঁছে নেয় দেড় দিন ব্যাট করে ম্যাচ ড্র করার পথ। যেই ভাবা সেই কাজ। উদ্বোধনী জুটিতে ধৈর্য্যের চূড়ান্ত পরীক্ষা দেন দুই ওপেনার নাফিস ইকবাল ও জাভেদ ওমর বেলিম। দুজন মিলে কাটিয়ে দেন প্রায় পুরো একটি দিন।

৮৩ ওভার উইকেটে পড়ে থেকে দুজন মিলে গড়েন ১৩৩ রানের জুটি, নিশ্চিত করেন বাংলাদেশ দলের ড্র। ২৫৮ বল খেলে মাত্র ৪৩ রান করেন জাভেদ ওমর। বাংলাদেশের ইতিহাসের তৎকালীন সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির রেকর্ড গড়েন নাফিস ইকবাল। ৩০৯ বলে সেঞ্চুরি করা নাফিস আউট হওয়ার আগে ৩৫৫ বল খেলে করেন ক্যারিয়ার সর্বোচ্চ ১২১ রান।

শেষদিকে রাজিন সালেহ ১৪০ বলে ৫৭ ও খালেদ মাসুদ পাইলট ৫৭ বলে ২৮ রান করে অপরাজিত থাকলে ১৪২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৮৫ রান। ড্র হয়ে যায় ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচ জিতে রাখায় নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো সিরিজটিও জেতে বাংলাদেশ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ