ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

৬ শতক ও ১ দ্বিশতক নিয়ে শেষ হল দ্বিতীয় রাউন্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১২ ১৪:৪৯:৫৪
৬ শতক ও ১ দ্বিশতক নিয়ে শেষ হল দ্বিতীয় রাউন্ড

অপরদিকে দ্বিতীয় রাউন্ডে শতক হাঁকানো ব্যাটসম্যানের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৬ এ। আর একজন ব্যাটসম্যান হাঁকিয়েছেন দ্বিশতক। দ্বিতীয় রাউন্ডে শতক হাঁকানো ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিভাগের ওপেনার সাদিকুর রহমান, খুলনার জিয়াউর রহমান, রাজশাহীর নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান এবং জুনায়েদ সিদ্দিকি ও ঢাকা মেট্রোর ওপেনার সাদমান ইসলাম। আর একমাত্র দ্বিশতকটি এসেছে রংপুরের হয়ে খেলা লিটন কুমার দাসের ব্যাট থেকে।

এখন পর্যন্ত টুর্নামেন্টটির দ্বিতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন ঢাকা মেট্রোর ওপেনার সাদমান ইসলাম। ২ ম্যাচে ১৭৩ গড়ে তাঁর রান সংখ্যা ৩৪৬। ফতুল্লাতে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ১৮৯ রানের দারুন একটি ইনিংস খেলেছেন তিনি। টুর্নামেন্টে এটি ছিল তাঁর দ্বিতীয় শতক।

সাদমানের পর ২ ম্যাচে ৩২১ রান নিয়ে তালিকার দ্বিতীয়তে অবস্থান করছেন ঢাকা বিভাগের রনি তালুকদার। প্রথম রাউন্ডে দ্বিশতক হাঁকানো রনি দ্বিতীয় রাউন্ডে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৪ রান করেছেন তিনি।

এরপরের তিনটি স্থানে আছেন যথাক্রমে খুলনার তুষার ইমরান, রাজশাহীর মিজানুর রহমান এবং রংপুরের নাইম ইসলাম। এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ৯৮ গড়ে তুষারের সংগ্রহ ২৯৪ রান। যেখানে রয়েছে ২টি শতক।

অপরদিকে চতুর্থতে অবস্থান করা মিজানুরের রান সংখ্যা ২ ম্যাচে ১৪০ গড়ে ২৮০ রান। যেখানে ২টি শতক রয়েছে তাঁর। আর ২ ম্যাচে ২৫২ রান নিয়ে তালিকার পঞ্চমে আছেন নাইম ইসলাম। ১টি শতক এবং ২টি অর্ধশতক রয়েছে তাঁর।

আর রাজশাহী বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে দারুন একটি দ্বিশতক হাঁকিয়ে সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নিয়েছেন লিটন কুমার দাস। সেই ম্যাচে মাত্র ১৪২ বলে ২০৩ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন তিনি। বর্তমানে তাঁর সর্বমোট সংগ্রহ ২ ম্যাচে ১১০ গড়ে ২২০ রান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ