ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

তামিম সাকিবের বদলে যাদেরকে দলে চান মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১২ ১১:৩০:১৭
তামিম সাকিবের বদলে যাদেরকে দলে চান মাশরাফি

বৃহস্পতিবার (১১ অক্টোবর) টাইগারদের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে দলের বাইরে রয়েছেন সাকিব ও তামিম। মূলত সাকিবের জায়গায় সুযোগ পেয়েছেন ফজলে রাব্বি। ব্যাটিংয়ের পাশাপাশি দলের হয়ে লেগ স্পিনও করে থাকেন তিনি।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘সাকিব আল হাসানের পরিবর্তে আমরা রাব্বিকে দলে রেখেছি। কারণ সে একজন ব্যাটসম্যানের পাশাপাশি বাঁহাতি স্পিন বোলারও। এছাড়া ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছে সে এবং সম্প্রতি আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের হয়ে বেশ ভালো খেলাও উপহার দিয়েছে।’

দীর্ঘদিন আবারও দলে ফিরেছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাঈফউদ্দিন। তাকে নিয়ে নান্নু বলেন, ‘এটা সত্য যে আন্তর্জাতিক ক্রিকেটে সে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি তবে আমি সুনিশ্চিত যে তার এই খারাপ সময় অতীতে ফেলে এসেছে। আমাদের প্রধান কোচ তাকে দেখে প্রভাবিত হয়েছেন। এছাড়া আমাদের একজন পেস বোলিং অলরাউন্ডারও দরকার। আমরা কেন এমন একজনকে সুযোগ দিতে পারি না যে ভালো পেসে বল করার পাশাপাশি ভালো ব্যাটও করতে পারে’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ