ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সৌম্যসহ জিম্বাবুয়ে সিরিজে দল থেকে বাদ পড়ল যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১১ ২০:৪৫:০৮
সৌম্যসহ জিম্বাবুয়ে সিরিজে দল থেকে বাদ পড়ল যারা

বিশ্বকাপকে সামনে রেখে কিছু তরুণ খেলোয়ারদেরও ঝালিয়ে দেখা হবে। তরুণদের সুযোগ দেওয়ার কথার পাশাপাশি র‌্যাঙ্কিং নিয়েও প্রশ্ন ছিল তার মনে। আর সকল কিছুকে ছাড়িয়েই আজ জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

১৫ সদস্যের স্কোয়াডে চমক বলতে গেলে শুধুই ২ জন। নতুন মুখ ফজলে রাব্বি ও দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন।

তবে এশিয়া কাপের স্কোয়াড থেকে কপাল পুড়েছে ৩ টাইগার ক্রিকেটারের। মোসাদ্দেক হোসেন সৈকত ও মুমিনুলের না থাকার বিষয়টা আগে থেকেই কিছুটা পরিষ্কার ছিল। কিন্তু এই ২ জনের বাদেও সৌম্যর ব্যাপারে বিসিবির প্রশ্ন ছিল। জাতীয় লিগের সর্বশেষ ম্যাচেও সেঞ্চুরি হাকিয়েছেন সৌম্য। তবুও জিম্বাবুয়ে সিরিজে দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ দল মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে রাব্বি মাহমুদ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ