ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিপিএলে চুড়ান্ত হলো মাশরাফি ও মুশফিকের দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১১ ১৮:৪৬:৫৬
বিপিএলে চুড়ান্ত হলো মাশরাফি ও মুশফিকের দল

আইকন ক্রিকেটার সাকিব আল হাসান না থাকলেও তারা ধরে রেখেছেন সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ডকে। তবে বড় ধরনের চমক আনছে ঢাকা ডায়নামাইটস। গতকালই প্রকাশিত হয়েছিল ইংল্যান্ডের ওপেনার আলেক্স হেলস যোগ দিয়েছে রংপুর রাইডার্স এ।

এরপর আজ সেই তালিকায় যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকা গ্রেট ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ঢাকা ও কম নয় তারাও এনেছে বড় দুটি চামক। দু’বছর পর ডায়নামাইটসে ফিরছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বিদেশি কুটায় তারা এন্ড রাসেলকে দলে ভিড়িয়েছে। এছাড়াও ঢাকা ডায়নামাইট এ দেখা যাবে আরেক ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয়কে।

এছাড়া রংপুর ধরে রেখেছে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল বাংলাদেশের মোহাম্মদ মিঠুন এবং নাজমুল ইসলাম অপু কে।

রংপুর রাইডার্স : মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আলেক্স হেলস (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)।

ঢাকা ডায়নামাইটস : মুশফিকুর রহিম (সম্ভাব্য), সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), এন্ডি রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), জেসন রয় (ইংল্যান্ড)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ