ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বোর্ডের কাছে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিয়েছে প্রধান নির্বাচক নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১১ ১২:৩৩:১২
বোর্ডের কাছে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিয়েছে প্রধান নির্বাচক নান্নু

এরপর ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ও সফরকারীরা। সিরিজের শেষ দুটি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচই দিবা রা‌ত্রির।

ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আনন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই নয়োনাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। দ্বিতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

আর সেরিজ কে সামনে রেখে ইতিমধ্যেই বোর্ডের কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দিয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ধারণা করা হচ্ছে স্কোয়াডে থাকছেন একজন নতুন মুখ।ওপেনার মিজানুর রহমানের স্কোয়াডে থাকা একপ্রকার নিশ্চিত।

জিম্বাবুয়ের বিপক্ষে সম্ভাব্য স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও মিজানুর রহমান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ