ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এক নজরে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দশটি দলীয় ইনিংস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১১ ১২:৩০:০৩
এক নজরে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দশটি দলীয় ইনিংস

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ পাকিস্তানের বিপক্ষে। আর সেই সংগ্রহ হলো ৬ উইকেটে ৩২৯ রান। যেটা করেছিল ২০১৫ সালে ঢাকায়। বাংলাদেশকে দলীয় সর্বোচ্চ রানের স্কোরে পৌঁছে দিতে মূখ্য ভূমিকা রাখেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দু’জনই করেছেন সেঞ্চুরি। তামিম ১৩২ ও মুশফিকুর ১০৬ রান করেন।

বাংলাদেশ ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩ রান তিন শতাধিক রানের কোটা স্পর্শ করলো বাংলাদেশ।

টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি পাকিস্তানের বিপক্ষেই ছিল। ২০১৪ সালের এশিয়া কাপে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের তিন শতাধিক রানের তালিকা :

৩২৯/৬ (৫০) পাকিস্তান মিরপুর ১৭ এপ্রিল, ২০১৫৩২৬/৩ (৫০) পাকিস্তান মিরপুর ৪ মার্চ ২০১৪৩২৪/৫ (৫০) শ্রীলংকা ডাম্বুলা ২৫ মার্চ ২০১৭৩২২/৪ (৪৮.১) স্কটল্যান্ড নেলসন ৫ মার্চ, ২০১৫৩২০/৮ (৫০) জিম্বাবুয়ে বুলাওয়ে ১১ আগস্ট, ২০০৯৩২০/৭ (৫০) শ্রীলংকা ঢাকা ১৯ জানুয়ারি, ২০১৮৩১৩/৬ (৪৭.৫) জিম্বাবুয়ে বুলাওয়ে ১৬ আগস্ট, ২০০৯৩০৯/৬ (৪৯.২) নিউজিল্যান্ড ফতুল্লা ৩ নভেম্বর, ২০১৩৩০১/৭ (৫০) কেনিয়া বগুড়া ১৭ মার্চ, ২০০৬

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ