ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের ১৫ জন প্লেয়ারের চুড়ান্ত তালিকা প্রকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১০ ১৫:৪৩:২৩
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের ১৫ জন প্লেয়ারের চুড়ান্ত তালিকা প্রকাশ

যে দলটি ১৫ জনের। পাকিস্তান সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন শারমীন সুলতানা, সুরাইয়া আজমিন ও মুর্শিদা খাতুন। প্রথম দুজনের সঙ্গে স্ট্যান্ডবাই তালিকায় জায়গা করে নিয়েছেন শায়লা শারমীন ও সুলতানা খাতুনও।

পাকিস্তান সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেও তেমন ভালো করতে না পারা লতা মণ্ডল বিশ্বকাপ দলে জায়গা ধরে রেখেছেন। সেটি সম্ভবত তাঁর অভিজ্ঞতা ও পরীক্ষিত পারফরমার হওয়ার কারণেই।

বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের মেয়েরা ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া মূল পর্বে খেলবে ‘এ’ গ্রুপে। যেখানে তাঁদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ শুরুর আগে দুটো প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পাবেন সালমা খাতুন-রুমানা আহমেদরা।

৪ নভেম্বর গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। একই ভেন্যুতে ৬ নভেম্বর শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। ৯ নভেম্বর গায়ানাতেই শুরু হচ্ছে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ অভিযান। তাতে শুরুতেই প্রবল প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ক্যারিবীয় তরুণীদের সামনে দাঁড়াতে হবে তাদের।

১২ নভেম্বর সেন্ট লুসিয়ায় বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১৪ ও ১৮ নভেম্বর বাংলাদেশের শেষ দুটো গ্রুপ ম্যাচও সেখানেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ স্কোয়াড : সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতুমনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মণ্ডল এবং শারমীন আক্তার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ