ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

তাহিরের ঘূর্ণিতে বেসামাল জিম্বাবুয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ১০ ১২:৫৪:৩৭
তাহিরের ঘূর্ণিতে বেসামাল জিম্বাবুয়ে

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ইমরান তাহিরের ঘূর্ণিতে ১৭.২ ওভারে ১২৬ রানেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফ্যাফ ডু প্লেসি। ১১ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেললেও বড় স্কোর গড়তে কোন অসুবিধা হয়নি প্রোটিয়াদের। ভ্যান দা ডাসেন ৪৪ বলে ৫৬, ডেভিড মিলার ৪৩ বলে ৩৯ ও ডু প্লেসি ২০ বলে ৩৪ রান করেছেন।

জিম্বাবুয়ের হয়ে কাইল জার্ভিস ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া ক্রিস মপোফু ২৪ রানে নিয়েছেন ২ উইকেট।

জবাবে তাহিরের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। তবে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছেন পিটার মুর। তিনি ২১ বলে ৪৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলে আউট হয়ে যান। এছাড়া শেন উইলিয়ামস ২১ ও ব্র্যানডন মাভুটা ১৪ বলে ২৮ রান করেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ