জিম্বাবুয়ের বিপক্ষে কে হবেন টাইগারদের অধিনায়ক

বছরের শুরুতে টেস্ট অধিনায়ক নির্বাচিত হয়েই চোটে পড়েন সাকিব। ফলে শ্রীলঙ্কার বিপক্ষের দুই টেস্টে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারও কি সাকিবের অনুপস্থিতিতে রিয়াদই ধরবেন দলের হাল? এরকম কোন ইঙ্গিত অবশ্য পাওয়া গেল না বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়। শুধু জানিয়েছেন চিন্তা ভাবনা করে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।
অধিনায়কত্বের বিষয়টি নিয়ে যে বিসিবিও চিন্তিত তাও উঠে আসল সভাপতির কথায়, ‘আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। আকরাম (বোর্ড পরিচালক আকরাম খান) আমাকে ফোন দিয়েছিল। আমরা একটু চিন্তা করে তারপর দেখব কী করা যায়।’
এদিকে ইনজুরিতে ভুগছেন বাংলাদেশের ৫ সিনিয়র খেলোয়াড়রই। সাকিব চিকিৎসা নিচ্ছেন অস্ট্রেলিয়ায়। লন্ডনে সার্জন দেখিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তামিম ইকবাল। মাশরাফির ঊরুতে জমেছে রক্ত; এছাড়া চোট আছে আঙুলেও। পাঁজরের ব্যথায় ভুগছেন মুশফিকুর রহীম, আর মাহমুদউল্লাহরও পিঠে ব্যথা।
বিষয়টি নিয়ে চিন্তায় আছেন পাপনও, ‘কিছু প্লেয়ার আছে, তারা পুরনো। তবে মুশফিক বেশ ফিট। আমি ওর সাথে কথা বলেছি, ও প্রায় ঠিক। কিছু প্লেয়ার চোটপ্রবণ। সবচেয়ে বেশি ছিল মাশরাফি, আল্লাহর রহমতে এখন ভালো আছে। মুস্তাফিজও আছে, এ জন্য ওকে সাবধানে রাখতে চাচ্ছি। বাইরে খেলাটাও উৎসাহিত করছি না ওর।’
মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাকে পাওয়া গেলও সাকিব ও তামিমকে পাচ্ছে না দল। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম-সাকিবকে জায়গায় কিছুটা এক্সপেরিমেন্ট করতে চাইছে দল। বিশ্বকাপের আগে এক্সপেরিমেন্টের এই সুযোগটা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ, ‘তামিম-সাকিবের জায়গায় নতুন কাউকে তো খেলাতেই হবে। এক্সপেরিমেন্ট যা করার দরকার এই সময়েই করা হোক। বিশ্বকাপের পর আমাদের এশিয়া কাপ, এই দুই জায়গায় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নাই। স্বাভাবিকভাবেই এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা হবে।’
এই সিরিজের মধ্যে দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক হবে। ৩ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর ১১ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
এর আগে ২১ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে। আর ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা
- অস্বাভাবিকভাবে বেড়ে গেলো শেয়ার দর ডিএসইর সতর্কবার্তা