ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

শেষ ৫ ইনিংসে ৭০০ রান করে জাতীয় দলে ঠাই পেলেন যে টাইগার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৯ ২৩:৩৭:০৩
শেষ ৫ ইনিংসে ৭০০ রান করে জাতীয় দলে ঠাই পেলেন যে টাইগার

গত বছর থেকেই ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক রান করে যাচ্ছেন মিজানুর। গত মৌসুমে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করে তামিম ইকবালের রেকর্ড স্পর্শ করেন রাজশাহী বিভাগের এই ক্রিকেটার।

গত বছরের মতো এবারের লিগেও রান করে যাচ্ছেন। চলমান জাতীয় লিগের প্রথম রাউন্ডে খুলনার বিপক্ষে করেছেন ১১৫ রান।

মঙ্গলবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগের দিনের করা ৫৯ রান নিয়ে ফের ব্যাট করতে নামেন মিজানুর রহমান। আগের দিনে নাজমুল হোসেন শান্তর সঙ্গে উদ্বোধনীতে ৯৯ রানের জুটি গড়েন মিজানুর। এদিনও দেখেশুনে ব্যাট করেন তারা।

মঙ্গলবার প্রায় পুরো দিন ব্যাট করেন মিজানুর ও শান্ত। দিনের শেষ সেশন তথা চা-বিরতির ঠিক আগমুহূর্তে উইকেট হারান মিজানুর রহমান। তার আগে উদ্বোধনীতে ৩১১ রানের রেকর্ড জুটি গড়েন তারা।

প্রথম রাউন্ডে খুলনার বিপক্ষে ১১৫ রান করা মিজানুর রহমান, দ্বিতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৫ রান করেন। তার ইনিংসটি ২১৬ বলে ২২টি চারে সাজানো।

গত মৌসুমের শেষ ৩ ইনিংস ও এই মৌসুমের ২ ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। আর তাতেই টানা সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন মিজানুর। তার সর্বশেষ ৫ ইনিংসের স্কোর- ১৪৩, ১০২, ১৭৫, ১১৫, ১৬৫। মোট ৭০০ রান। গড় ১৪০!

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ