ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

এক ভয়ঙ্কর সাহসিকতার পরিচয় দিলেন মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৯ ২১:৩২:১১
এক ভয়ঙ্কর সাহসিকতার পরিচয় দিলেন মিরাজ

আর এজন্য মিরাজের দারুণ প্রশংসা করেছেন পাপন। এক ভয়ঙ্কর সাহসিকতার পরিচয় দিলেন মিরাজ, আর তাতে ভূয়সী প্রশংসা করে তাকে একজন যোদ্ধা হিসেবেই আখ্যা দিয়েছে পাপন। সেই সঙ্গে একজন বোলারের পাশাপাশি মিরাজকে একজন আদর্শ ব্যাটসম্যান হিসেবেও দেখছেন পাপন।

তবে সেই ম্যাচে ওপেনিংয়ে মিরাজকে নয় বরং মাশরাফিকেই চেয়েছিলেন পাপন। ম্যাচের আগেই বিসিবি সভাপতি মাশরাফির সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেন। তবে মাশরাফি নিজেই মিরাজকে ওপেনিংয়ের জন্য বেছে নেন। এমনটিই জানিয়েছেন পাপন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওপেনিং এত খারাপ হচ্ছিল, ১৬-১৭ রানে দুই তিনটা উইকেট হারিয়ে ফেলি, মেজাজ খারাপ হয়ে যায়। আমি মিটিংয়ে মাশরাফিকে বলেছিলাম, তুমি ওপেন কর। মাশরাফি পরে রাতে মিরাজকে বলল, মিরাজ রাজি হল। মিরাজের তো আবার সাহসের অভাব নেই, সে প্রচুর সাহসী, আর সে খুবই ভাল খেলেছে। সে আসলে কিন্তু অনেক ভাল ব্যাটসম্যান, এতে সন্দেহ নেই।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ