ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জিম্বাবুয়ে সিরিজের জন্য যে তারকার দিকে চোখ নির্বাচকদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৯ ১৯:১৭:৪৯
জিম্বাবুয়ে সিরিজের জন্য যে তারকার দিকে চোখ নির্বাচকদের

যার ফলে তাদের পরিবর্তে দেখা যাবে নতুনদের। অন্যদিকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে সিনিয়রদের বিশ্রামের ব্যাপারে কিছু বলেননি বিসিবি সভাপতি। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন, দলে বড় ধরণের কোনো পরিবর্তন আসবে না। দু’একজনকে পরখ করে দেখার সম্ভাবনা আছে।

এদিকে ওপেনার লিটন দাসের সঙ্গে বিকল্প ওপেনার হিসেবে রাজশাহীর মিজানুর রহমানের দিকে চোখ প্রধান নির্বাচন নান্নুর। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘আমরা মিজানকে খুটিয়ে দেখব। পাশাপাশি নাজমুল শান্তর সর্বশেষ অবস্থাটাও পরখ করবো। তাই জাতীয় লিগের পরবর্তী পর্বে আমি রাজশাহী যাচ্ছি। মিজান ও শান্তর দল রাজশাহীর জাতীয় লিগের দ্বিতীয় ম্যাচ দেখতে।’

তিনি আরো বলেন, ‘আমরা আগামীকালই (বুধবার) হয়ত দল বোর্ডে জমা দিয়ে দেব। তবে দলের সংখ্যা নিয়ে খানিক দোটানায় আছি। আমরা চাচ্ছি ১৬ জনকে ডাকতে। তাহলে আর আলাদা করে ক্রিকেটার ডাকার দরকার হবে না; কিন্তু সমস্যা হলো, ১৬ জন হলে চার থেকে পাঁচ জন বসে থাকবে। আমরা চাচ্ছি ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে।

১৫ অক্টোবর জাতীয় দলের প্র্যাকটিস শুরু। একইদিন আবার জাতীয় লিগের তৃতীয় রাউন্ডও শুরু। এখন ১০/১১ অক্টোবরের মধ্যে দল চূড়ান্ত হয়ে গেলে স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটারদের জাতীয় লিগে খেলা হবে না। তাই সংখ্যা নিয়ে কোচের সাথে কথা বলছি। দেখি এ বিষয়ে কোচ স্টিভ রোডস কি বলেন!’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ