ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সাকিবকে ঝুঁকি নিতে নিষেধ করেছিলেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৯ ১৭:২৩:৪৪
সাকিবকে ঝুঁকি নিতে নিষেধ করেছিলেন পাপন

এদিকে প্রশ্ন উঠেছে কেন এই হাত নিয়ে তিনি এশিয়া কাপ খেলতে গেলেন। যদিও তিনি চেয়েছিলেন এশিয়া কাপের আগেই অপারেশন করাতে। কিন্তু বোর্ডের অনুরোধে এশিয়া কাপ খেলেন তিনি।

এ নিয়ে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কৌতুহলী হয়ে অনেকেই জানতে চেয়েছেন তবে কি বিসিবির চাপেই খেলতে গিয়েছিল সাকিব?

এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিগ বস নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘সাকিবকে ফোর্স করা হয়নি। সে নিজে থেকেই খেলেছে। ডাক্তার এবং ফিজিও- সবার পরামর্শ নিয়েই খেলছে।’

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব ইস্যুতে বলেছিলেন, ‘হজে যাওয়ার আগে সে আমাকে ফোন করে জানতে চেয়েছিল আমি কী করবো? আমি বলেছি তোমার যদি হাতে ব্যথা থাকে এবং তুমি যদি মনে করো এটা নিয়ে খেলা সম্ভব না তুমি এখন অপারেশন করে ফেল, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করো খেলা সম্ভব তাহলে এশিয়া কাপ শেষে করলে দলের জন্য ভাল হয়। সিদ্ধান্ত তোমার।’

উল্লেখ্য, এশিয়া কাপ চলাকালীন সময়েই ইনজুরি মারাত্মক আকার ধারন করায় আর খেলতে পারেন নি তিনি। অবশেষে জরুরি ভাবেই বাংলাদেশে ফিরে হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে অস্ট্রেলিয়া আছেন আঙুলের চিকিৎসার জন্য।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ