ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

পাকিস্তানি বোলারদের দাপটে ২৯ রানেই ৫ উইকেট হারালো অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৯ ১৭:১২:২৯
পাকিস্তানি বোলারদের দাপটে ২৯ রানেই ৫ উইকেট হারালো অস্ট্রেলিয়া

মঙ্গলবার (৯ অক্টোবর) পাকিস্তানের বড় সংগ্রহের বিপরীতে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নামেন উসমান খাজা ও অভিষিক্ত অ্যারণ ফিঞ্চ। দুইজনে বেশ নিরাপদেই দলীয় শতক পার করেন। তবে দেড়শ’র ঘরে পৌঁছানোর ৮ রান আগে শট মিড অনে তালুবন্দী হয়ে সাজঘরে ফিরেন অ্যারণ ফিঞ্চ (৬২)।

তার ঠিক একটু পরই অজি শিবিরে টানা চারবার হামলা চালায় সাদা জার্সিতে অভিষিক্ত বিল্লাল আসিফ। তিনি দলীয় ১৬০ রানে মার্শ, ১৬৭ রানে উসমান খাজা এবং ১৭১ রানে ট্রাভিস হেড-লাবুসচানঙনেকে প্যাভিলিয়নের পথ দেখান।

লক্ষ্যণীয় যে, ভালো শুরুর পর ওপেনিংয়ে ভাঙার সঙ্গে সঙ্গে বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। হিসাব বলছে, ২৯ রানের মধ্যে প্রতিপক্ষের মোট ৫ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে পাকিস্তান।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে অজি ব্যাটসম্যানরা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ