ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

তিন রানের জন্য যে রের্কড গড়তে পারলেন না আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ অক্টোবর ০৯ ১৬:৫৫:১৩
তিন রানের জন্য যে রের্কড গড়তে পারলেন না আশরাফুল

প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করল ও এ দিন মাত্র তিন রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন মোহাম্মদ আশরাফুল। ৪৭ রান করে আউট হন তিনি। তবে অন্য প্রান্ত থেকে সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন সাদমান ইসলাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার ১১৫ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে ঢাকা মেট্রো।

গতকাল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টায়ার টু’র দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রো স্পিনার আরাফাত সানি বল হাতে যা করলেন তাকে ম্যাজিক বলাই অধিক যুক্তিযুক্ত। কী করেছেন? ২৪ ওভার বল করে ৫৭ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৭ উইকেট, মেডেন ৭টি।

তার স্পিন যাদুতে চারদিনের ম্যাচের প্রথম দিনেই ২০৬ রানে গুটিয়ে গেছে নাদিফ চৌধুরীর ঢাকা বিভাগ।

সোমবার (৮ অক্টোবর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ৭৪ রানের মধ্যে দলটি হারায় প্রথম পাঁচ ব্যাটসম্যানকে। ঢাকার টপ অর্ডারের চার ব্যাটসম্যান আব্দুল মজিদ, রনি তালুকদার, সাইফ হাসান ও শাকিল হোসেনকে উইকেট ছাড়া করেন সানি। শুভাগত হোম চৌধুরীকে রানের খাতা খুলতে দেননি আবু হায়দার রনি। তবে অভিজ্ঞ মোশাররফ হোসেনকে নিয়ে প্রতিরোধ গড়েন তাইবুর রহমান। এই জুটিকেও বিচ্ছিন্ন করেন সানি। ২৭ রান করা মোশাররফকে বিদায় করে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম বারের মতো নেন পাঁচ উইকেট। সঙ্গে ভাঙেন ৮২ রানের জুটি। এরপর বেশিদূর এগোয়নি ঢাকার ইনিংস। তিন বলের মধ্যে তাইবুর ও শাহাদাত হোসেনকে ফিরিয়ে দেন মোহাম্মদ আশরাফুল। ১২২ বলে খেলা তাইবুরের ৮৮ রানের ইনিংস গড়া ৮ চারে। ফিরতি ক্যাচে নাজমুল ইসলাম অপুকে ফিরিয়ে ৭৫ ওভারে ঢাকার প্রথম ইনিংস থামিয়ে দেন সানি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ